যুক্তরাষ্ট্র সহিংসতামুক্ত, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করে: পিটার হাস

যুক্তরাষ্ট্র সহিংসতামুক্ত, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করে: পিটার হাস

বাংলাদেশে সহিংসতামুক্ত, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায় যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার আওয়ামী লীগ নেতাদের সঙ্গে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠক শেষে এ কথা জানান ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।

যুক্তরাষ্ট্র রাষ্ট্রদূত বলেন, আমি আওয়ামী লীগ, অন্যান্য দল ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথা বলেছি। সবাইকে আমি মার্কিন নীতির কথা জানিয়েছি। আওয়ামী লীগসহ সবাইকে আগামী নির্বাচন সহিংসতামুক্ত, সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য বলেছি।

তিনি আরও বলেন, কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলকে সমর্থন করে না ওয়াশিংটন। নির্বাচন কমিশন, সুশীল সমাজ ও গণমাধ্যম-সবারই স্বচ্ছতা থাকা দরকার। এছাড়া তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিষয়ে রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নেবে বলেও জানান তিনি।

এর আগে বেলা সোয়া ১১টায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের অষ্টমতলায় বৈঠকটি শুরু হয়। শেষ হয় দুপুর সাড়ে ১২টায়।

ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন-আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ফারুক খান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহম্মেদ, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ এবং কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য অধ্যাপক মোহাম্মদ আলী আরাফাত।