৩ মাস ধরে মিলছে না বেতন

মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ

মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ

তিন মাস ধরে মিলছে না বেতন-ভাতা। বকেয়া এই অর্থের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে মহাসড়কের চান্দিনা বেলাশোর এলাকায় এ অবরোধ শুরু হয়। অবরোধের কারণে ঢাকা-চট্টগ্রাম (এন-১) মহাসড়কের দুই পাশে কয়েকশ’ যানবাহন আটকা পড়েছে। দুপুর ১টা পর্যন্ত পোশাকশ্রমিকদের এই বিক্ষোভ চলছে।

আন্দোলনরত একজন শ্রমিক বলেন, গত তিন মাস ধরে বেতন দিচ্ছে না। তারা আমাদের দুর্দশার কথাও শুনছে না। তাই আমরা বাধ্য হয়ে মহাসড়কে অবস্থান নিয়েছি।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ সানজুর মোর্শেদ গণমাধ্যমকে বলেন, গার্মেন্টস কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে শ্রমিকদের ম্যানেজ করার চেষ্টা চলছে।