মতিঝিলে আটতলা ভবন থেকে পড়ে কনস্টেবলের স্ত্রী নিহত

মতিঝিলে আটতলা ভবন থেকে পড়ে কনস্টেবলের স্ত্রী নিহত

রাজধানীর মতিঝিলের এজিবি কলোনির অষ্টম তলার একটি ভবনের বেলকোনি থেকে নিচে পড়ে হামিদা আক্তার (২৮)নামের এক নারীর মৃত্যু হয়েছে। তিনি পুলিশ কনস্টেবলের স্ত্রী বলে জানা গেছে।

শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সকাল ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

মতিঝিল থানার পুলিশের উপ-পরিদর্শক (এস আই) ফাতেমা আক্তার জানান, আমরা খবর পেয়ে এজিবি কলোনির ভবন নং ৩, ফ্ল্যাট নং ৮/বি নিচ থেকে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করি। দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান,আমরা জানতে পেরেছি ওই ভবনের অষ্টম তলার বেলকোনি থেকে অসাবধানতাবশত হঠাৎ নিচে পড়ে যান তিনি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

নিহত নারী ঢাকার ধামরাই থানার মহিষাসী গ্রামে মৃত আব্দুল হান্নানের কন্যা। বর্তমানে মতিঝিলের এজিবি কলোনি তিন নম্বর ভবনের ফ্লাট-৮/বি বাসায় স্বামী সাদ্দাম হোসেনের সঙ্গে থাকতেন।