নয়াপল্টনে শাহ মোয়াজ্জেমের জানাজা সম্পন্ন

নয়াপল্টনে শাহ মোয়াজ্জেমের জানাজা সম্পন্ন

বর্ষীয়ান রাজনীতিবিদ ও সাবেক মন্ত্রী, বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেনের জানাজা রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়েছে।

আজ দুপুর পৌনে ১২টায় প্রবীণ এই রাজনীতিবিদের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে শাহ মোয়াজ্জেমের মরদেহবাহী কফিন বিএনপির পতাকা দিয়ে ঢেকে দেওয়া হয়। জানাজা শেষে তার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপি নেতারা।

জানাজার আগে শাহ মোয়াজ্জেম হোসেনের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশারফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান। তার মুক্তিযুদ্ধে অবদানের কথাও তুলে ধরেন তারা।

জানাজায় বিএনপির সিনিয়র নেতারা ছাড়াও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ, লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরান ও জাগপার চেয়ারম্যান খন্দকার লুৎফর রহমান, বিএনপি নেতা আমানউল্লাহ আমান, আব্দুস সালাম, রুহুল কবির রিজভী, হাবিব উন নবী খান সোহেল, খায়রুল কবির খোকন, হাবিবুর রহমান হাবিব, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, আমিনুল হক, এবিএম মোশাররফ হোসেন, সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ উপস্থিত ছিলেন।