রবি ও সোমবার হরতালের ডাক গণতন্ত্র মঞ্চের

রবি ও সোমবার হরতালের ডাক গণতন্ত্র মঞ্চের

নির্বাচনী তফসিল বাতিলের দাবিতে আগামী রবি ও সোমবার সারা দেশে আবারও হরতাল ডেকেছে গণতন্ত্র মঞ্চ। বৃহস্পতিবারের হরতাল কর্মসূচি পালন করার সময় তারা নতুন করে ৪৮ ঘণ্টার এ কর্মসূচি ঘোষণা দেয়।

গতকাল বুধবার নির্বাচন কমিশন নির্বাচনী তফসিল ঘোষণা করার পর গণতন্ত্র মঞ্চ তফসিল প্রত্যাখ্যান করে ও প্রতিবাদ জানায়। একই সঙ্গে আজ সকাল-সন্ধ্যা হরতাল ডাকে।

হরতালের সমর্থনে রাজধানীতে মিছিল-সমাবেশ করেছে তারা। বেলা ১১টায় রাষ্ট্র সংস্কার আন্দোলন কার্যালয়ের সামনে থেকে মিছিল বের হয়। দৈনিক বাংলা মোড়, কালভার্ট রোড, বিজয়নগর, পল্টন মোড় ও প্রেসক্লাব এলাকায় মিছিল শেষে প্রেসক্লাবের সামনে তারা সংক্ষিপ্ত সমাবেশ করে। সমাবেশ শেষে আবারও একটা মিছিল পল্টন মোড় হয়ে জিরো পয়েন্ট হয়ে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পাশে দিয়ে পল্টন মোড়ে এসে শেষ হয়।

সমাবেশে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ, ভাসানী অনুসারী পরিষদের সদস্যসচিব হাবিবুর রহমান, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাংগঠনিক সমন্বয়ক ইমরান ইমন প্রমুখ বক্তব্য দেন।

গণতন্ত্র মঞ্চের নেতারা সমাবেশে বলেন, ‘দলীয় সরকারের অধীনে একতরফা নির্বাচন আয়োজনের তফসিল আমরা প্রত্যাখ্যান করেছি। গণদাবির বিপক্ষে গিয়ে প্রহসনের তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকেও প্রত্যাখ্যান করেছে জনগণ।’

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খানের সভাপতিত্বে সমাবেশটি সঞ্চালনা করেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য প্রীতম দাশ।