টাইগারদের রেকর্ড ৫৪৬ রানের জয়

টাইগারদের রেকর্ড ৫৪৬ রানের জয়

তাসকিনের বলে উইকেটের পিছনে ক্যাচ ধরলেন লিটন, আম্পায়ারও আউট দিলেন। উল্লাসে মেতে উঠলেন সবাই, রিভিউ নিলেন আফগান ব্যাটার জহির খান। রিপ্লেতে দেখা গেল ব্যাটে বল লাগেনি। থার্ড আম্পায়ার নট আউট দিলেন। পরের বলে হাই ফুলটসে বোল্ড হলেন একই ব্যাটার এবার থার্ড আম্পায়ার দেখে জানালেন এটি নো বল। টানা দুই বলে জয়ের উল্লাসে মাতা টাইগার শিবিরকে থামতে হলো হতাশা নিয়ে!

শেষ পর্যন্ত জহিরকে আউট করতেই পারেনি টাইগাররা। এক বলের ব্যবধানে তাসকিনের বাউন্সারে আঘাত পেয়ে মাঠ ছাড়েন তিনি। এর ফলে বাংলাদেশের জয় নিশ্চিত হয় ৫৪৬ রানের ব্যবধানে। টেস্ট ইতিহাসে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় ব্যবধানে জয়ের রেকর্ড। এর আগে ২০০৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ২২৬ রানের জয়টাই ছিল সবচেয়ে বড় জয়ের রেকর্ড।

টেস্ট ইতিহাসে সবচেয়ে বড় জয়ের রেকর্ড ইংল্যান্ডের। ১৯২৮ সালে ছয়দিনের টেস্ট ম্যাচে অস্ট্রেলিয়াকে ৬৭৫ রানে হারায় ইংলিশরা। পাঁচ দিনের টেস্টে এবারই ৫০০ রানের বেশি ব্যবধানে জিতল প্রথম কোনো দল ।

লক্ষ্যটা আফগানিস্তানের জন্য পাহাড়সমই ছিল। সেটা টপকাতে গিয়ে টাইগার পেসে পুড়ে ছাড়খার হলো দলটি। গতকাল দুই উইকেট হারানোর পর আজ লাঞ্চের আগেই গুটিয়ে গিয়েছে আফগানদের ইনিংস।