ভারতের কাছে হেরে শিরোপা জেতা হলো না বাংলাদেশের

ভারতের কাছে হেরে শিরোপা জেতা হলো না বাংলাদেশের

আগে ব্যাটিংয়ে নেমে ১২৮ রানের টার্গেট দিলো ভারত। গ্রুপপর্বে মালয়েশিয়ার বিপক্ষে টুর্নামেন্টের সর্বোচ্চ ১৪৮ রান করা টাইগ্রেসদের কাছে লক্ষ্য মাত্রাটা খুব বেশি ছিল? তবে লড়াকু টার্গেটে ব্যাটিংয়ে নেমে খেই হারিয়ে ফেললো বাংলাদেশ। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা বাঘিনীরা গুটিয়ে গেলো একশ’র কোঠা ছোঁয়ার আগেই। আর ৩১ রানের জয়ে নারী ইমার্জিং এশিয়া কাপের শিরোপা জিতে নিলো ভারত।

আজ হংকংয়ের মং ককে টসে জিতে আগে ব্যাটিংয়ে নেমে দিনেশ ভৃন্দা, কনিকা আহুজাদের নৈপুণ্যে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২৭ রান তোলে ভারত। জবাবে ১৯.২ ওভারে ৯৬ রান করেই অলআউট হয় বাংলাদেশ।

রান তাড়ায় ব্যাটিংয়ে নেমে দলীয় ১২ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ নারী ক্রিকেট দল। ৭ বলে ৫ রান করে সাজঘরে ফেরেন উইকেটরক্ষক দিলারা আক্তার। দলীয় ১৯ রানে ক্রিজ ছাড়েন সাথি রানী। ১১ বলে ২ বাউন্ডারিতে ১৩ রান করেন এই ওপেনার। লতা মণ্ডলের সংগ্রহ ১৩ বলে ২ চারে ১০ রান। পঞ্চাশের কোঠা পেরোতেই ৬ উইকেট হারিয়েছে লতা মণ্ডলরা।

দলীয় ৩৭ রানে চতুর্থ উইকেট হিসেবে মুর্শিদা খাতুন (১) ফেরার পর ৫১ রানে সোবহানা মোস্তারি (১৬) ফেরেন সাজঘরে। দলীয় সংগ্রহে মাত্র ৫ রান যোগ হতে না হতেই ষষ্ঠ উইকেট হিসেবে ক্রিজ ছাড়েন স্বর্ণ আক্তার (৯ রান)। এরপর রাবেয়া খান ৬, সুলতানা খাতুন ৪, মারুফা আক্তার ৩ এবং সানজিদা আক্তার মেঘলা ২ রানে আউট হন। বাংলাদেশের ইনিংসে সর্বোচ্চ রান করেন নাহিদা আক্তার। সাতে নেমে ২২ বলে ১ চারে ১৭ রান নিয়ে অপরাজিত ছিলেন তিনি।

বাংলাদেশের ইনিংসে শ্রেয়াঙ্কা পাটিল একাই ৪ উইকেট নেন। ৪ ওভারে খরচ করেন ১৩ রান। তিন উইকেট নেন মান্নাত কাশইয়াপ। দুটি উইকেট পান কনিকা আহুদা। তিতাস সাধুর সংগ্রহ ১ উইকেট।