হুয়াওয়ের প্রতিষ্ঠাতার মেয়ে কানাডায় আটক

হুয়াওয়ের প্রতিষ্ঠাতার মেয়ে কানাডায় আটক

ঢাকা, ৬ ডিসেম্বর (জাস্ট নিউজ) : চীন ভিত্তিক বিশ্বের শীর্ষ টেলিকম ব্যান্ড হুয়াওয়ের প্রতিষ্ঠাতার মেয়ে মেং ওয়াংঝোককে কানাডায় আটক করা হয়েছে। তিনি নিজেও প্রতিষ্ঠানটির ডেপুটি চেয়ারম্যান ও প্রধান অর্থ বিষয়ক কর্মকর্তা।

জানা গেছে, মেন ওয়াংঝোককে ডিসেম্বরের ১ তারিখ কানাডার ভ্যানকুভার শহর থেকে আটক করা হয়। তাকে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

তাকে ঠিক কোন কারণে আটক করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয় নি।

ধারণা করা হচ্ছে, মার্কিন নিষেধাজ্ঞা অমান্য করে ইরানের সাথে সম্পর্ক চালিয়ে যাওয়ার কারণে তাকে গ্রেপ্তার করা হতে পারে। হুয়াওয়ের এর বিরুদ্ধে বেশ কিছুদিন ধরে এই অভিযোগটি তদন্ত করছে যুক্তরাষ্ট্র।

এরই মধ্যে কানাডায় চীন দূতাবাস মেং ওয়াংঝোককে আটকের প্রতিবাদ জানিয়ে তার মুক্তি দাবি করেছে।

ঘটনার পর হুয়াওয়ের পক্ষ থেকে বলা হয়েছে, এ অভিযোগের বিষয়ে তাদের কাছে সামান্য তথ্য ছিল, মেং সে বিষয়ে জ্ঞাত ছিলেন না।

বাণিজ্যযুদ্ধকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরেই চীনের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কে বেশ টানাপোড়েন পড়েছে। ধারণা করা হচ্ছে এই গ্রেপ্তারের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র- চীনের মধ্যে সম্পর্ক আরো অবনতি হতে পারে।

উভয় দেশেই একে অন্যের পণ্যের বিরুদ্ধে কোটি কোটি টাকার শুল্ক আরোপ করেই যাচ্ছে।

(জাস্ট নিউজ/এমজে/১৮২০ঘ.)