করোনাভাইরাস: মৃতের সংখ্যায় চীনকে ছাড়িয়ে গেল ইতালি

করোনাভাইরাস: মৃতের সংখ্যায় চীনকে ছাড়িয়ে গেল ইতালি

রয়টার্সমৃতের সংখ্যায় চীনসহ অন্য সব দেশকে ছাড়িয়ে গেল ইতালি। ইতালিতে নতুন করে ৪২৭ জনের মৃত্যুতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৪০৫ জনে। চীনে মোট মৃত ৩ হাজার ২৪৫ জন। একদিনে সর্বোচ্চ মৃতের সংখ্যাও এখন ইতালিতে। বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এসব তথ্য দেওয়া হয়েছে।

ইতালিতে গত ১২ মার্চ দেশজুড়ে ‘লকডাউন’ করা হয়েছে। ২৫ মার্চ পর্যন্ত লকডাউন কার্যকর থাকলেও এ সময় আরও বাড়ানোর ঘোষণা দিয়েছে ইতালি সরকার। ইতালির বাসিন্দাদের ঘরে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। এসব পদক্ষেপের পরেও দেশটিতে এই মহামারি ঠেকানো যাচ্ছে না। প্রতিদিন চক্রবৃদ্ধি হারে বাড়ছে মৃতের সংখ্যা, একইভাবে বাড়ছে আক্রান্তের সংখ্যাও।

বিশ্বে করোনাভাইরাস (কোভিড-১৯)-এ এখন পর্যন্ত ২ লাখ ২০ হাজার মানুষ আক্রান্ত হয়েছে। এই ভাইরাস প্রাণ কেড়ে নিয়েছে ৯ হাজারের বেশি মানুষের। চীনে শুরু হলেও এর কেন্দ্র এখন ইউরোপ।

তবে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যার দিক দিয়ে অনেক এগিয়ে চীন। চীনে এ পর্যন্ত প্রায় ৮১ হাজার মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। আর ইতালিতে এখন পর্যন্ত আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ৪১ হাজার ৩৫ জন।