বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ১ লাখ ৮৪ হাজারের বেশি

বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ১ লাখ ৮৪ হাজারের বেশি

বিশ্বব্যাপী ২৬ লাখ ৩৭ হাজার ৬৭৩ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এছাড়া ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১ লাখ ৮৪ হাজার ২১৭ জন।

তবে আক্রান্তদের মধ্যে ৭ লাখ ১৭ হাজার ৬২৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। যাদের শরীরে এখনো করোনা ভাইরাসের উপস্থিতি রয়েছে তাদের মধ্যে ১৭ লাখ ৩৫ হাজার ৮৩১ জনের সংক্রমণ মৃদু এবং ৫৬ হাজার ৬৭৪ জনের অবস্থা গুরুতর।

যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি ভাইরাসটি শনাক্ত হয়েছে। সেখানে ৮ লাখ ৪৮ হাজার ৯৯৪ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। এছাড়া সেখানে মারা গেছেন ৪৭ হাজার ৬৭৬ জন।

আক্রান্তের সংখ্যায় এর পরের দেশগুলো হলো, স্পেন, ইতালি, ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, তুরস্ক ও ইরান।

বাংলাদেশে ভাইরাসটি শনাক্ত হয়েছে ৩ হাজার ৭৭২ জনের শরীরে। এদের মধ্যে মারা গেছেন ১২০ জন এবং সুস্থ হয়েছেন ৮৭ জন। এছাড়া চিকিৎসাধীন রয়েছেন ৩ হাজার ৫৬৫ জন।

এমজে/