লেবাননে বিক্ষোভকারী ও সৈন্যদের মধ্যে সংঘর্ষ

লেবাননে বিক্ষোভকারী ও সৈন্যদের মধ্যে সংঘর্ষ

 

লেবাননের দূর্বল অর্থনৈতিক সংকট করোনাভাইরাসের লকডাউন ব্যবস্থায় আরো বিপন্ন হওয়ায় ত্রিপোলিতে শত শত বিক্ষোভকারি দুটি ব্যাঙ্কে আগুন লাগিয়ে দেয় বলে স্বাস্থ্য ও নিরাপত্তা সুত্র জানাচ্ছে।

লেবাননের অন্যতম অবহেলিত এবং দারিদ্র পীড়িত এই শহরে যেখানে অধিকাংশ সুন্নি মুসলিমের বাস রাতের বেলায় দাঙ্গায় সৈন্যদের গুলিতে নিহত এক লোকের শেষ কৃত্য অনুষ্ঠানের পর এই সংঘাত শুরু হয় বলে সুত্রটি জানাচ্ছে। ক্রুদ্ধ বিক্ষোভকারিরা সৈন্যদের উপর পাথর ছুঁড়ে মারে এবং কয়েকটি ব্যাঙ্কে মলোটভ ককটেল নিক্ষেপ করে যার ফলে ব্যাপক ক্ষয় ক্ষতি হয় এবং আরো বিশৃংখলা হতে পারে বলে উদ্বেগ দেখা দিয়েছে।

লেবাননের প্রধানমন্ত্রী হাসান দায়াব জনগণকে এই বলে স্মরণ করিয়ে দেন যে, আমরা একটি নতুন বাস্তবতার সম্মুখীন এবং তাদেরকে সহিংসতা থেকে বিরত থাকতে বলেন। তিনি সতর্ক করে দেন যে পর্দার অন্তরালে অসৎ উদ্দেশ্য স্থিতিশীলতাকে নাড়িয়ে দিচ্ছে।

গত অক্টোবর মাস থেকে দেশের আর্থিক সংকট তীব্র হয়ে ওঠায় সেখানে লেবাননী পাউন্ডের মূল্যে ধ্স নামে। যার ফলে হাজার হাজার লোক বেকার হয়ে পড়ে এবং ছোট ছোট প্রতিবাদ দেখা দেয়।