দাসত্বের শেকল ভেঙেছে আফগানিস্তান: ইমরান খান

দাসত্বের শেকল ভেঙেছে আফগানিস্তান: ইমরান খান

আফগানিস্তান দাসত্বের শেকল ভেঙেছে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। রবিবার মার্কিন সমর্থিত সরকারকে উৎখাত করে তালেবান কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর সোমবার এমন মন্তব্য করেন তিনি।

এ ধরনের শেকল ভাঙা জরুরি বলেও মন্তব্য করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। তিনি বলেন, দাসত্বের মানসিকতা নিয়ে কখনও বড় কিছু অর্জন করা যায় না।

এদিকে তালেবানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনের ঘোষণা দিয়েছে পাকিস্তানের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত চীন। সোমবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিং এ ঘোষণা দিয়েছেন।

রবিবার রাতে আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি দেশ ছেড়ে পালানোর পর সোমবার দেশটির পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন হুয়া চুনিং। এ সময় তিনি বলেন, আফগানিস্তানের সঙ্গে ‘বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতামূলক’ সম্পর্ক আরও গভীর করতে চীন প্রস্তুত। সূত্র: জিও টিভি, আল জাজিরা।