ভূমিকম্পের ১০ দিন পর ধ্বংসস্তূপ থেকে দুই নারীকে জীবিত উদ্ধার

ভূমিকম্পের ১০ দিন পর ধ্বংসস্তূপ থেকে দুই নারীকে জীবিত উদ্ধার

ভূমিকম্পের ২৬১ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে দুই নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে। তুরস্কের আনতাকা এলাকা থেকে ওই দুই নারীকে উদ্ধার করা হয়। খবর আল জাজিরা।

গত ৬ ফেব্রুয়ারি ভোর রাতে তুরস্ক ও সিরিয়াতে ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। এতে এখন পর্যন্ত ৪৪ হাজারের অধিক মানুষের মৃত্যু হয়েছে। এর মধ্যে তুরস্কে মৃত্যু হয়েছে ৩৮ হাজার ৪৪ জনের এবং সিরিয়াতে মৃত্যু হয়েছে ৫ হাজার ৮০০ জনের।

ভয়াবহ ভূমিকম্পে দুই দেশে মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে। এখন পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে উদ্ধারকর্মীরা। তুরস্কের ধ্বংসস্তূপ থেকে এখনও অনেক মানুষ জীবিত উদ্ধার করা হচ্ছে। এ ঘটনার অনেকে বিস্ময় প্রকাশ করেছে।

শতাব্দির ভয়াবহ ভূমিকম্পে ৫০ হাজার ৫৭৬টি ভবন ধসে পড়েছে। এগুলো সরিয়ে নিতে অনেক সময় লাগবে। তবে উদ্ধারকর্মীরা দিন রাত এক করে কাজ করে যাচ্ছেন।

তুরস্কের ইঞ্জিনিয়ার এবং আর্টিটেকচার ইউনিয়ন অব চেম্বারের সভাপতি আয়ুব মুসু বলেন, এত বেশি ভবন ধসে পড়েছে যে এগুলো সরিয়ে নিতে আমাদের অনেক সময় লাগবে।

এদিকে ভয়াবহ ভূকিকম্পের কারণে অনেক মানুষ গৃহহীন পড়ে পড়েছে। এখন তারা খোলা আকাশের নিচে বসবাস করছেন।