ইসরায়েলি সেনা হামলায় ৩ ফিলিস্তিনি যুবক নিহত

ইসরায়েলি সেনা হামলায় ৩ ফিলিস্তিনি যুবক নিহত

পশ্চিম তীরে শরণার্থী শিবিরে ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় তিন ফিলিস্তিনি যুবক নিহত হয়েছেন।

ফিলিস্তিনি সূত্রের বরাত দিয়ে সোমবার সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে জানানো হয়েছে, পশ্চিম তীরের নাবলুসে বালাতা ফিলিস্তিনি শরণার্থী শিবিরে স্থানীয় সময় রোববার মধ্যরাতের পর অভিযান চালায় ইসরায়েলি সেনাবাহিনী।

অভিযানে মুহাম্মদ আবু জায়তুন,৩২, ফাতি আবু রিজক,৩০, ও আব্দুল্লাহ আবু হামদান,২৪, নামে তিন ফিলিস্তিনি যুবক নিহত হন।

ইসরায়েলি সেনাবাহিনী বুলডোজার চালিয়ে শরণার্থী শিবিরে ঢুকে পড়ে। এসময় অ্যাম্বুলেন্স ও সংবাদকর্মীদেরও ঘটনাস্থলের কাছে যেতে দেয়া হয়নি।

চলতি বছরে এটি ছিল ইসরায়েলের সবচেয়ে ভয়াবহ অভিযান। মে মাসের শুরুতে বালাতায় চালানো আরেক অভিযানে প্রাণ হারায় দুই জন ফিলিস্তিনি।

নাবসুসে রোববার গাড়ি হামলায় এক ইসরায়েলি সেনা আহত হবার পর এমন অভিযান চালানো হয়। সূত্র: আল-জাজিরা