সোমবারের মধ্যে জামায়াতের ২৫ প্রার্থীর সিদ্ধান্ত জানাবে ইসি

সোমবারের মধ্যে জামায়াতের ২৫ প্রার্থীর সিদ্ধান্ত জানাবে ইসি

ঢাকা, ২০ ডিসেম্বর (জাস্ট নিউজ) : আগামী সোমবারের মধ্যে জামায়াতের প্রার্থীদের বিষয়ে হাইকোর্টের রুলের বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন (ইসি)।

আগারগাঁওস্থ নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ এসব কথা বলেন। জামায়াতের বিষয়ে তিনদিনের মধ্যে রুলের জবাব দেয়ার নির্দেশনা ছিল।

এ বিষয়ে জানতে চাইলে সচিব বলেন, আমরা মহামান্য হাইকোর্টের চিঠিটা আজকে পেয়েছি এবং আইন শাখায় বিষয়টি পরীক্ষা নিরীক্ষা করতে বলেছি। যাতে কমিশনে বিষয়টি উপস্থাপন করা হয়।

তিনি বলেন, আমাদেরকে বলা হয়েছে তিন কার্যদিবসের মধ্যে করা। আমরা যেহেতু আজকে পেয়েছি, স্বাভাবিকভাবে আমাদের হাতে আরো দুইটি কার্যদিবস হাতে আছে (শুক্র ও শনিবার বন্ধ থাকায় রবিবার ও সোমবার হাতে আছে ইসির)। এর মধ্যে মাননীয় কমিশন নিশ্চয়ই একটা সিদ্ধান্ত দেবে।

১৮ ডিসেম্বর নিবন্ধন বাতিল হওয়া জামায়াতে ইসলামীর ২৫ নেতা ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশগ্রহণের বৈধতা চ্যালেঞ্জ করে মঙ্গলবার একটি রিট হয়েছে হাইকোর্ট বেঞ্চে। কোর্ট তিন দিনের মধ্যে বিষয়টি নিষ্পত্তি করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দেয়।

(জাস্ট নিউজ/এমআই/১৫০৩ঘ.)