জামিনে মুক্ত মনিরুল হক চৌধুরী

জামিনে মুক্ত মনিরুল হক চৌধুরী

এক বছরে জন্য জামিনে মুক্তি পেলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও ঐক্যফ্রন্টের অন্যতম সমন্বয়ক মনিরুল হক চৌধুরী। মঙ্গলবার বেলা ৩টায় মুক্তি পান তিনি।

২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি চৌদ্দগ্রামে দুর্বৃত্তদের পেট্রোলবোমা হামলায় ৮ বাসযাত্রী নিহতের ঘটনায় দু’টি মামলায় গত ২৪ অক্টোবর কুমিল্লা জেলা জজ আদালতের বিচারক তার জামিন বাতিল করে জেল হাজতে প্রেরণ করেন। পরে দু’টি মামলায় গত বছরের ৪ নভেম্বর হাইকোর্ট থেকে তার জামিন আদেশ হয়। এরপর জেলার সদর দক্ষিণ মডেল থানায় সন্ত্রাসবিরোধী ও বিশেষ ক্ষমতা আইনের পৃথক দু’টি মামলায় গ্রেপ্তার দেখানোর কারণে পরবর্তীতে তিনি জেলহাজতে ছিলেন।

গত ৫ জানুয়ারি কুমিল্লা কারাগার থেকে ঢাকার কেরানীগঞ্জ কারাগারে পাঠানো হয় মনিরুল হক চৌধুরীকে। দুইদিন পর কেরানীগঞ্জ কারাগার থেকে চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ে (পিজি হাসপাতাল) আনা হয়। ৭ জানুয়ারি হাইকোর্টে পরবর্তী দুই মামলায় জামিন পান তিনি।

এমআই