ট্রলারডুবির ঘটনায় ১৯ দালালের বিরুদ্ধে মামলা

ট্রলারডুবির ঘটনায় ১৯ দালালের বিরুদ্ধে মামলা

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গাবাহী ট্রলারডুবির ঘটনায় মামলা করা হয়েছে।

বুধবার সকালে টেকনাফ থানায় কোস্টগার্ড বাদী হয়ে ১৯ দালালকে আসামি করে মামলাটি দায়ের করেছে।

এদিকে মঙ্গলবার উদ্ধার হওয়া ৭১ জনকে টেকনাফ থানায় পুলিশ হেফাজতে রাখা হয়। সকালে নৌবাহিনী, বিমান বাহিনী ও কোস্টগার্ড দ্বিতীয়দিনের উদ্ধার অভিযান শুরু করে। এ সময় ছেঁড়াদ্বীপের পার্শ্ববর্তী এলাকা থেকে ভাসমান অবস্থায় আরেকজনকে জীবিত উদ্ধার করা হয়।

এর আগে মঙ্গলবার ভোরে ৯০ জনের মতো রোহিঙ্গাকে নিয়ে বোটটি মালয়েশিয়ার দিকে যাত্রা করে। কিন্তু সকাল ৮টার দিকে সেন্টমাটিন ক্রস করে ছেঁড়াদ্বীপের কাছে গিয়ে বোটটি ডুবে যায়।

সকাল সোয়া ৮টায় নৌ বাহিনী জাহাজ ট্রলারডুবির খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে। সাড়ে ৮টার মধ্যে তারা উদ্ধার কাজ শুরু করেন। ওই উদ্ধার অভিযানে ১৫ জনের মরদেহ ও জীবিত অবস্থায় ৭১ জনকে উদ্ধার করা হয়।

সবশেষ দুই দিনের অভিযানে এখন ৭২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে নিহতদের নাম ও পরিচয় নিশ্চিত করতে পারেনি কোস্টগার্ডের সংশ্লিষ্টরা।

এমজে/