করোনায় ৩ হাজারের বেশি স্বাস্থ্যকর্মী আক্রান্ত, ২৮ চিকিৎসকের মৃত্যু

করোনায় ৩ হাজারের বেশি স্বাস্থ্যকর্মী আক্রান্ত, ২৮ চিকিৎসকের মৃত্যু

দেশে করোনাভাইরাসে এখন পর্যন্ত চিকিৎসক, নার্সসহ আক্রান্ত হয়েছেন তিন হাজারের বেশি স্বাস্থ্যকর্মী। মৃত্যু হয়েছে ২৮ চিকিৎসকের। এছাড়া করোনার লক্ষণ ও উপসর্গ নিয়ে আরও পাঁচ চিকিৎসকের মৃত্যু হয়েছে। শনিবার বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এখন পর্যন্ত এক হাজার তিন জন চিকিৎসক, ৮৫৩ জন নার্স এবং এক হাজার ৩০৮ জন অন্যান্য স্বাস্থ্যকর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ১৫ এপ্রিল মারা যান সিলেটের এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মঈনউদ্দীন আহমেদ। রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। এরপর গত মে মাসে মোট ১২ জন চিকিৎসক মারা যান। এরপর চলতি জুন মাসে মারা যান ২০ জন চিকিৎসক।

এরমধ্যে মে মাসে চার জন এবং জুন মাসে একজন চিকিৎসক কোভিড-১৯ এর লক্ষণ নিয়ে মৃত্যুবরণ করেন।

বিজ্ঞপ্তিতে সভাপতি এবং মহাসচিব বলেন, তাদের জন্য আমাদের কান্না নয়, বরং তাদের বীরত্বগাঁথা ও সাহসী আত্মৎসর্গ আমাদের গৌরবান্বিত করেছে এবং আগামীর দূর্গমযাত্রায় আমাদের আলোর পথ দেখিয়েছে।

এমজে/