মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে ৩ বাংলাদেশি নিহত: হামলাকারীদের দ্রুত বিচারের আহ্বান জাতিসংঘ মহাসচিবের

মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে ৩ বাংলাদেশি নিহত: হামলাকারীদের দ্রুত বিচারের আহ্বান জাতিসংঘ মহাসচিবের

মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে ৩ বাংলাদেশি শান্তিরক্ষী বাহিনীর সদস্য নিহত হওয়ার ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। হামলাকারীদের শনাক্ত ও দ্রুত বিচারের পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক স্বাক্ষরিত এক বিবৃতিতে এ শোক জানানো হয়। বিবৃতিতে, নিহতের পরিবারের প্রতি ও বাংলাদেশ সরকারের প্রতি গভীর সমবেদনাও জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। এছাড়া চিকিৎসাধীন অবস্থায় থাকা আহত মেজর আশরাফুল হকের দ্রুত সুস্থতাও কামনা করেছেন তিনি।

জাতিসংঘের শান্তিরক্ষীদের ওপর এই হামলাকে আন্তর্জাতিক আইনের আওতায় যুদ্ধাপরাধ হিসেবে উল্লেখ করেছেন সংস্থাটির মহাসচিব।

যেসব অপরাধীরা এই হামলার সঙ্গে জড়িত, তাদের খুঁজে বের করে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করার জন্য মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রের কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব।

মধ্য আফ্রিকান রিপাবলিক কর্তৃপক্ষকে এই হামলার অপরাধীদের শনাক্তে কোনো ধরনের চেষ্টার কমতি না করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব।

তিনি মধ্য আফ্রিকান কর্তৃপক্ষকে রাতের ফ্লাইটের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানিয়েছেন, যা শান্তিরক্ষীদের নিরাপত্তায় নেতিবাচক প্রভাব ফেলে। মহাসচিব মধ্য আফ্রিকান রিপাবলিকের জনগণ এবং সরকারের সঙ্গে জাতিসংঘের সংহতি পুনর্ব্যক্ত করেছেন।

প্রসঙ্গত, সোমবার রাতে বাংলাদেশি শান্তিরক্ষীদের একটি বহর টহল থেকে ফেরার সময় পথে ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইসের (আইইডি) বিস্ফোরণ ঘটে। এতে তিন বাংলাদেশি শান্তিরক্ষী নিহত এবং একজন আহত হন।

প্রসঙ্গত, সোমবার রাতে বাংলাদেশি শান্তিরক্ষীদের একটি বহর টহল থেকে ফেরার সময় পথে ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইসের (আইইডি) বিস্ফোরণ ঘটে। এতে তিন বাংলাদেশি শান্তিরক্ষী নিহত এবং একজন আহত হন।