জাতিসংঘ দুর্বল হয়ে পড়েছে: পররাষ্ট্রমন্ত্রী

জাতিসংঘ দুর্বল হয়ে পড়েছে: পররাষ্ট্রমন্ত্রী

জাতিসংঘ এখন অনেক দুর্বল হয়ে পড়েছে। অনেক দেশেই তারা কার্যকর ভূমিকা রাখতে পারছে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

গুম নিয়ে জাতিসংঘের পরিসংখ্যান ভুল বলেও দাবি করেছেন পররাষ্ট্র মন্ত্রী। তিনি বলেন, ‘বাংলাদেশ মানবাধিকার রক্ষায় এখন যথেষ্ট সোচ্চার। মানবাধিকার বিষয়গুলো সমুন্নত রাখতে বাংলাদেশ কাজ করছে।’

জাতিসংঘের অধিবেশনে যোগদান শেষে দেশে ফিরে মঙ্গলবার বিকালে মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে এমন মন্তব্য করেন তিনি।

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ জাতিসংঘে যাবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সেটার সব স্কোপই আছে। জাতিসংঘে আগে আমরা গিয়েছি। কিন্তু সেখানে যেমন সিকিউরিটি কাউন্সিল! জাতিসংঘ তো ইদানীং অনেক দুর্বল হয়ে গেছে। কারণ বিভিন্ন দেশে তারা সুবিধা করতে পারছে না। যুদ্ধই থামাতে পারছে না। ’

তিনি বলেন, ‘জাতিসংঘের মানবাধিকার পরিষদের রোহিঙ্গা ইস্যুতে আমরা ভালো সাড়া পেয়েছি। রোহিঙ্গা ইস্যুতে আমাদের একটি ভয় ছিল, ইউক্রেনের রিফিউজি নিয়ে তাদের আগ্রহ বেশি। সে জন্য আমরা রোহিঙ্গা ইস্যু নিয়ে তাদের সাথে আলোচনায় বসি ‘

তিনি আরো বলেন, ‘আলোচনায় বড় বড় দেশ এসেছে। তারা সবাই আমাদের সঙ্গে একমত। তারা সবাই উপলব্ধি করেছে রোহিঙ্গা ইস্যু সিরিয়াস ইস্যু এবং এর সলিউশন দরকার, প্রত্যাবাসন দরকার। ’

সীমান্ত পরিস্থিতি নিয়ে করণীয় প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘এখন যা হচ্ছে, মিয়ানমারে হচ্ছে। এটি আমাদের এখানে হচ্ছে না। আমরা এসব ঠাণ্ডা মাথায় সামলাব। আমাদের যা করণীয়, তা আমরা করছি। আমরা উসকানিতে পা দেব না।’

চীনের রাষ্ট্রদূতকে নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে গত সপ্তাহে বৈঠক প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘চীন সবসময় আমাদের ভালো বন্ধু। কিন্তু খুব সুবিধা হয়নি এখনও। তাদের যথেষ্ঠ আগ্রহ আছে এবং আন্তরিকতাও আছে।’

র‌্যাবের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার বিষয়ে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে আলোচনার বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রাষ্ট্রদূত যা বলেছেন, এটা তার বক্তব্য। আমরা আমাদের ইস্যুগুলো তুলে ধরেছি। আমরা সব জায়গায় বলেছি। এটা একটা প্রসেস। এটি আমরা সব সময় তুলে ধরি।’