রাশিয়ার বিরুদ্ধে বাংলাদেশের ভোট

রাশিয়ার বিরুদ্ধে বাংলাদেশের ভোট

ইউক্রেনের অখণ্ডতা রক্ষায় একাট্টা গোটা বিশ্ব। রাশিয়ার বিপক্ষে ১৪৩ ভোটে প্রস্তাব পাস। বিপক্ষে ৫ এবং ভোটাভুটিতে উপস্থিত থাকলেও ভোটদানে বিরত ছিল চীন, ভারত, পাকিস্তানসহ ৩৫টি দেশ। অনুপস্থিত ছিল রাশিয়ার মিত্র ইরানসহ ১০টি দেশ।

বাংলাদেশ অখণ্ড ইউক্রেনের পক্ষে অর্থাৎ রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে ভোট দিয়েছে। এই প্রথম রাশিয়ার বিরুদ্ধে অবস্থান নিলো বাংলাদেশ। যদিও ইউক্রেনের চারটি অঞ্চলকে রুশ ফেডারেশনে যুক্ত করার নিন্দা এবং ‘অখন্ড ইউক্রেন’ এর পক্ষে উত্থাপিত রেজুলেশনের ওপর ভোটাভুটির প্রক্রিয়া নিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের বিতর্ক এবং ভোটে ভারতসহ অনেক দেশ রাশিয়ার বিরুদ্ধে অবস্থান নিলেও বাংলাদেশ ভোটদানে বিরত ছিল।

জাতিসংঘের ১০৭টি সদস্য রাষ্ট্র মস্কোর দাবির বিরুদ্ধে রায় দিলেও নির্মোহ ওই প্রস্তাবেও রাশিয়ার বিরুদ্ধে যাওয়ার ঝুঁকি নেয়নি ঢাকা। কিন্তু মূল প্রস্তাবেই ১৮০ ডিগ্রি ঘুরে বাংলাদেশ রাশিয়ার বিরুদ্ধে উত্থাপিত ওই পলিটিক্যাল রেজুলেশনে ইয়েস ভোট দিলো। ঢাকার এই অবস্থান বদলকে কেউবা রাজনৈতিকভাবে তাৎপর্যমণ্ডিত, কেউ বা নাটকীয়কতা, কেউ কেউ পশ্চিমা চাপের কাছে নতি স্বীকার বলে সামলোচনা করছেন।