রপ্তানি আয় কমেছে ৭ দশমিক ৮৫ শতাংশ

রপ্তানি আয় কমেছে ৭ দশমিক ৮৫ শতাংশ

গত বছরের অক্টোবরের তুলনায় চলতি বছরের অক্টোবরে দেশে রপ্তানি আয় ৭ দশমিক ৮৫ শতাংশ কমেছে। বুধবার (২ নভেম্বর) রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) সূত্রে জানা গেছে এই তথ্য।

ইপিবির সূত্র জানিয়েছে, চলতি বছরেরে অক্টোবরে বাংলাদেশ আন্তর্জাতিক বাজারে রপ্তানি করেছে ৪৩৫ কোটি ৬৬ লাখ ২০ হাজার মার্কিন ডলারের পণ্য। যা গত বছরের অক্টোবরে ছিল ৪৭২ কোটি ৭৫ লাখ ৩ হাজার মার্কিন ডলার।

গত বছরের সঙ্গে এই বছরের তুলনায় দেখা যায়, ২০২২ সালের অক্টোবরে রপ্তানি আয় কমেছে ৩৭ কোটি ৯ লাখ ১০ হাজার ডলার। যা শতাংশের হিসেবে ৭ দশমিক ৮৫ শতাংশ।

এছাড়া জানা গেছে, ২০২২ সালের অক্টোবরে সরকারের লক্ষ্যমাত্রার থেকেও আয় কমেছে ১২ দশমিক ৮৭ শতাংশ। এ মাসে রপ্তানি আয় খাতে লক্ষ্যমাত্রা ছিল ৫০০ কোটি মার্কিন ডলার। সেখানে ৪৩৫ কোটি ৬৬ লাখ ২০ হাজার মার্কিন ডলারের রপ্তানি হয়েছে। অর্থাৎ, ৬৪ কোটি ৩৩ লাখ ৮ হাজার ডলার কম হয়েছে।