সবজির দাম কমলেও নাগালের বাইরে নিত্যপণ্যের বাজার

সবজির দাম কমলেও নাগালের বাইরে নিত্যপণ্যের বাজার

সবজির দাম কিছুটা কমলেও আগে থেকেই অনেক বেশি চড়া প্রায় সব পণ্যের মূল্য। আজ শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমনটা দেখা গেছে।

রাজধানীতে আলু বিক্রি হচ্ছে ৪৫-৫০ টাকা দরে। যা গত এক সপ্তাহের ব্যবধানে কেজিপ্রতি ১০ টাকা কমেছে। তবে স্বাভাবিক সময়ে বছরজুড়ে এ আলুর দাম থাকে ২৫ থেকে ৩০ টাকার মধ্যে।

খুচরা ও পাইকারি ব্যবসায়ীদের ভাষ্য, মৌসুম শেষ হওয়ার কারণে বাজারে আলুর সরবরাহ কম। এরমধ্যে ভারত থেকে আলু আমদানি হচ্ছে। তবে যে পরিমাণে আলু এসেছে, তা চাহিদার তুলনায় সীমিত। ফলে বাজারে তেমন প্রভাব রাখতে পারছে না। দাম কিছুটা কমে এলেও নাগালের মধ্যে আসেনি।

অন্যদিকে, মাছের দাম বাড়তি যাচ্ছে বলে অভিযোগ করছেন সাধারণ ক্রেতারা। বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি তেলাপিয়া মাছ ২০০-২২০ টাকা, পাঙাস ২২০-২৪০ টাকা, চাষের কই ২৫০-২৮০ টাকা, টাকি মাছ ৪০০ টাকা, পাবদা ৩৮০ -৪০০ টাকা, শিং মাছ ৪০০ থেকে ৪৫০ টাকা, রুই মাছ ৩২০ থেকে ৩৫০ টাকা, কাতল মাছ ৩০০ থেকে ৩৩০ টাকায় বিক্রি হচ্ছে। আর এক কেজি সাইজের ইলিশ কেজি প্রতি বিক্রি হচ্ছে ১১০০ টাকায়।

ওদিকে কয়েকদিন আগেও প্রায় সব ধরনের সবজিই ছিল ৮০-১০০ টাকার ঘরে।

তবে কয়েকদিনের ব্যবধানে, শীত মৌসুম আসতে শুরু করায় কিছুটা কমেছে সবজির দাম।