ভারতে পাচারের সময় ৩৩ হাজার মার্কিন ডলার উদ্ধার

ভারতে পাচারের সময় ৩৩ হাজার মার্কিন ডলার উদ্ধার

ভারতে পাচারের সময় মেহেরপুর সীমান্ত থেকে ৩৩ হাজার ২০০ মার্কিন ডলার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার সকালে মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা সীমান্তে অভিযান চালিয়ে এসব ডলার উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান। তিনি বলেন, ওই ঘটনায় মেহেরপুর সদর থানায় মামলা হয়েছে। উদ্ধারকৃত ডলার মেহেরপুর ট্রেজারি অফিসে জমা দেয়া হয়েছে।

বিজিবি জানায়, সকালে বুড়িপোতা সীমান্ত এলাকা দিয়ে ডলার ভারতে পাচার করা হবে এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালায় বিজিবি। এসময় বুড়িপোতা মাঠের মধ্যে একজন ব্যক্তি ধান খেতে পানি দেয়া অবস্থায় বিজিবি সশস্ত্র টহল দলকে দেখে দৌঁড়ে পালিয়ে যায়। পরে সেখান থেকে একটি কালো ব্যাগ থেকে উদ্ধার করা হয় ৩৩ হাজার ২০০ ইউএস ডলার। যার আনুমানিক মূল্য ৩ কোটি ৯৮ লাখ ৪ হাজার টাকা।