বাড়ছে বিএনপির নেতাকর্মীদের সংখ্যা, পুলিশের ধাওয়া

বাড়ছে বিএনপির নেতাকর্মীদের সংখ্যা, পুলিশের ধাওয়া

গতকাল বুধবার (৭ ডিসেম্বর) বিএনপির কার্যালয়ে পুলিশি অভিযানে বিচ্ছিন্ন হয়ে যাওয়া নেতাকর্মীরা বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সকাল থেকেই পল্টন নাইটিঙ্গেল মোড়ে পুলিশ ব্যারিকেডের সামনে জড়ো হওয়ার চেষ্টা করছেন। পুলিশ বারবার তাদের সরিয়ে দিলেও দিন গড়ার সঙ্গে সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংখ্যাও বাড়ছে।

আজ দুপুর ১২টার দিকে বিক্ষোভ করা কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, তারা বিভিন্ন জেলা থেকে এসেছেন। কেউ কাউকে চেনেন না। পুলিশ তাদের সরিয়ে দিলেও অল্প অল্প করে তারা আবারও জড়ো হওয়ার চেষ্টা করেন এবং কর্মীরা স্লোগান দিতে থাকেন। সর্বশেষ বিকাল ৩টা ৫০ এ তারা আবার জড়ো হয়ে স্লোগান দিতে থাকলে পুলিশ আবারও তাদের ধাওয়া দেয়। এসময় পুলিশের পক্ষ থেকে তিনটি গুলির শব্দ শোনা যায়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার (অপারেশন) বিপ্লব কুমার সরকার বুহস্পতিবার দুপুরে বলেন, নয়াপল্টনে বিএনপি কার্যালয় একটি মারাত্মক ঘটনাস্থল। এখানে প্রচুর ককটেল পাওয়া গেছে। সুতরাং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না। এছাড়া যানচলাচল বন্ধ থাকবে। এখানে আরও ককটেল থাকতে পারে। এছাড়া নাশকতা চালানোর মতো আরও উপাদান থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। আমাদের কাছে বেশ কিছু গোয়েন্দা তথ্য আছে তার ভিত্তিতে আমরা কাজ করে যাচ্ছি। এখানে কোনও রাজনৈতিক কর্মকাণ্ড করতে দেওয়া হবে না। এই এলাকায় শুধুমাত্র ইমার্জেন্সি লোকজনকে প্রবেশ করতে দেওয়া হবে।