বিমানের চাকায় ত্রুটি, ৬৫ যাত্রী নিয়ে ওসমানীতে জরুরি অবতরণ

বিমানের চাকায় ত্রুটি, ৬৫ যাত্রী নিয়ে ওসমানীতে জরুরি অবতরণ

সিলেট, ৩ অক্টোবর (জাস্ট নিউজ) : যান্ত্রিক ত্রুটির কারণে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট (বিজি-৬০১।

বুধবার বিকেল ৪টা ২০মিনিটে ঢাকা থেকে আসা ফ্লাইটটি জরুরি অবতরণ করে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে রানওয়েতে।

ঢাকা থেকে ৬৫ জন যাত্রী নিয়ে সিলেটে আসা ফ্লাইটটি আকাশে থাকাবস্থায় যান্ত্রিক ত্রুটির বিষয়টি ধরা পড়ে। তখন পাইলট বিষয়টি যাত্রীদের অবহিত করলে কিছুটা আতঙ্ক তৈরি হয়। যাত্রীদের কেউ কেউ তখন কান্নায় ভেঙে পড়েন বলে জানিয়েছেন ওই ফ্লাইটে থাকা একজন যাত্রী।

তিনি আরো বলেন, ফ্লাইট অবতরণের সময় চারপাশে দমকল বাহিনীর গাড়ি, নিরাপত্তা বাহিনীর সদস্যদের প্রস্তুত থাকতে দেখেছি।

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র জানায়, উড়োজাহাজটি ল্যান্ডিংয়ের সময় ডান পাশের চাকায় সমস্যা দেখা দেয়। প্রথম চেষ্টায় অবতরণ করতে পারেনি। পরে দ্বিতীয়বারের চেষ্টায় ইমার্জেন্সি ল্যান্ডিং করে। তবে কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।

এ বিষয়ে বিমানের সহকারী স্টেশন ম্যানেজার ওমর হায়াত বলেন, বিমানের চাকায় সামান্য সমস্যা হয়েছিল। কোনো ধরনের ক্ষয়ক্ষতি ছাড়াই ফ্লাইট অবতরণ করেছে।

(জাস্ট নিউজ/এমআই/১৯৪৪ঘ.)