কৃষকের ফসলের ন্যায্য মূল্যের দাবিতে বুধবার সারাদেশে মানববন্ধন

কৃষকের ফসলের ন্যায্য মূল্যের দাবিতে বুধবার সারাদেশে মানববন্ধন

ধানসহ সকল কৃষিপণ্যের ন্যায্যমূল্য নির্ধারণ, কৃষিখাতে পর্যাপ্ত ভর্তুকি প্রদান এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমিয়ে নিয়ে আনার দাবিতে আগামী বুধবার (১৫ মে) সারাদেশে মানববন্ধন কর্মসূচি পালন করবে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ।

সোমবার জাতীয় প্রেসক্লাবে ধানসহ সকল কৃষিপণ্যের ন্যায্যমূল্য নির্ধারণ, কৃষিখাতে পর্যাপ্ত ভর্তুকি প্রদান এবং এব মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমিয়ে নিয়ে আনার দাবিতে অনুষ্ঠিত মানববন্ধন শেষে নতুন এ কর্মসূচি ঘোষণা করেন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন।

তিনি জানান, কৃষকদের সকল দাবির পক্ষে এবং তাদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করার দাবিতে আগামী বুধবার (১৫ মে) সারাদেশে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে। সারাদেশে যেখানে যেখানে কমিটি আছে সেখানে এ কর্মসূচি পালন করা হবে বলে তিনি জানান।

মানববন্ধনে অন্যান্যের মধ্যে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহবায়ক মুহাম্মদ রাশেদ খাঁন, ফারুক হোসেনসহ কোটা সংস্কার আন্দোলনের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। এতে প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

এমআই